প্রকাশিত: Thu, Mar 7, 2024 11:51 AM
আপডেট: Tue, Apr 29, 2025 7:04 PM

[১]কোন বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান বলেছেন, কোন বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাবো। জনগণের ডিমান্ড বিবেচনা করে রাজনীতি করবো। আমরা গণমানুষের স্বার্থ বিবেচনা করে কর্মসূচী ঘোষণা করবো। 

[৩] বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে আমরা সম্ভাব্য তারিখ হিসাবে ১২ অক্টোবরকে আলোচনায় রেখেছি। তবে কেন্দ্রীয় কাউন্সিলের আগেই জেলা ও উপজেলার কাউন্সিল সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে জাতীয় পার্টির বর্ধিত সভা, পার্টির ইফতার মাহফিল এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।  

[৪] এদিন সভার শুরুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমানসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। 

[৫]এসময়ে জাতীয় পাটি সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লে. জোনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী. শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মো. আশরাফুজ্জামান আশু এমপি, ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার বেগম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: এল আর বাদল